জার্মানির একটি গবেষণাগারে স্বয়ংক্রিয় গাড়ি নিয়ন্ত্রণব্যবস্থা পরীক্ষা করেছে ভেহিকেল জায়ান্ট ফোর্ড। এ প্রযুক্তিতে দুর্ঘটনার আগমুহূর্তে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ নিতে পারবে আপনার গাড়ি। এ পদ্ধতিটির নাম ‘অবসটাকল অ্যাভয়ডেন্স সিস্টেম’;
এ পদ্ধতিতে গাড়ির সঙ্গে যুক্ত থাকবে রাডার, ক্যামেরা ও সেন্সর। এতে প্রায় ৬৫০ ফুট সামনে পর্যন্ত স্ক্যান করা সম্ভব যার মাধ্যমে গাড়িটি সামনের বাধা বা আশেপাশের অবস্থা বুঝতে পারবে। এছাড়া গাড়ির মধ্যে থাকা ডিসপ্লেতেও আশেপাশের দৃশ্য দেখে নেয়া যাবে।
ফোর্ডের গবেষকরা বলছেন, ‘অবসটাকল অ্যাভয়ডেন্স সিস্টেম’ গাড়িতে যুক্ত থাকলে কোনো বাধা বা বিপদ টের পেলে গাড়িটি প্রথমেই চালককে সতর্ক করবে। যদি দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া না হয় তখন গাড়ি স্বয়ংক্রিয় ব্যবস্থা নেবে। ৬০ কিলোমিটারের বেশি গতিতে এ পদ্ধতিটি পরীক্ষা করা হয়েছে।
Comments 0