BCS General Knowledge on Computer Information Technology
1 বিশ্বগ্রাম (Global Village) এর জনক -
মার্শাল ম্যাকলুহান;
2 ওরাকল - একটি ডাটাবেস সফটওয়্যার;
# কী বোর্ডে ফাংশনাল কী থাকে -
১২ টি;
3 BIOS এর পূর্ণ রুপ- Basic Input Output System;
4 Abode Photoshop - এক ধরনের গ্রাফিক্স
সফটওয়্যার;
5 VDU এর পূর্ণ রুপ - ভিজ্যুয়াল
ডিসপ্লে ইউনিট;
6 প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম
- Mark-01;
7 হোষ্ট কম্পিউটার বা সার্ভারের সঙ্গে যুক্ত কম্পিউটার কে বলে -
টার্মিনাল;
8 মডেম এর মধ্যে থাকে
- একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর ;
#VIRUS- এর পূর্ণরুপ
-Vital Information Resources Under Seized.
9 মাদার অব অল ভাইরাস বলা হয় - CIH
ভাইরাসকে, নির্মাতা - Chin_Ing_hua
(তাইওয়ান);
১০। কম্পিউটার ভাইরাস কি?
-একটি ক্ষতিকারক প্রোগ্রাম
১১ভিডিও শেয়ারিং সামাজিক মাধ্যম
# স্পাম - অনাকাঙ্কিত ই-মেইল;
১২। মাইক্রোসফট এক্সেল কি?
-একটি ডাটাবেইজ প্রোগ্রাম
১৩। উইন্ডোজ কি?
-একটি অপারেটিং সিস্টেম
১৪। একটি স্প্রেডশীট প্রোগ্রামের নাম বলুন?
-মাইক্রোসফট এক্সেল
১৫। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কপি করতে কীবোর্ডে শর্টকাট কোন বাটন ব্যবহার করতে হয়?
-Ctrl+C
১৬। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কপি থেকে পেষ্ট
কীবোর্ডে শর্টকাট কোন বাটন ব্যবহার করতে হয়?
-Ctrl+V
১৭। নর্টন কি?
-একটি এন্টিভাইরাসের নাম
১৮। লিনাক্স কি?
-ওপেন সোর্স অপারেটিং সিস্টেম।
১৯। গুগোল কি?
-একটি সার্চ ইঞ্জিন
২০। ফেসবুক কি?
-সামাজিক যোগাযোগ সাইট
২১। টুইটার কি?
-মাইক্রোব্লগিং সাইট
২২। ইউটিউব কি?
২৩ গুগল ভয়েস ( Google Voice) হচ্ছে
- গুগলের টেলিফোন ব্যবস্থাপনা সেবা;
২৪'BOL' এর পূর্ণ রুপ - Bangladesh Online Limited;
২৫ সারাবিশ্বের ইন্টারনেট সংযোগ এর ক্ষেত্রে জনপ্রিয় ও আদর্শ
প্রটোকল হচ্ছে - TCP/IP
২৬. ‘বাংলা টিভি’দেশের বাইরে কোথায় প্রথম চালু হয়?
উত্তরঃ ব্রিটেনে ১৬ ডিসেম্বর,
১৯৯৮ সালে।
২৭. আনুষ্ঠানিক ভাবে আর টিভি চালু
হয় কবে?
উত্তরঃ ২৬ ডিসেম্বর ২০০৫।
২৮. ভূ-উপগ্রহ কেন্দ্র কি?
উত্তরঃ আন্তর্জাতিক টেলি যোগাযোগের মাধ্যম।
২৯. প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র
কোথায় অবস্থিত?
উত্তরঃ বেত বুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র, রাঙ্গামাটি।
৩০.বাংলাদেশের সর্বশেষ ভূ-উপগ্রহ কেন্দ্র কোনটি ?
উত্তরঃ সিলেট।
৩১. বাংলাদেশের প্রথম
বেসরকারি টেলিফোন সংস্থার নাম কি?
উত্তরঃ বাংলাদেশ রুরাল টেলিকম অথরিটি ।
৩২. বাংলাদেশের কোন উপজেলায়
প্রথম ডিজিটাল একচেঞ্জ প্রতিষ্ঠা করা হয় ?
উত্তরঃ রংপুর মিঠাপুকুর?
৩৩.ফ্যাক্স যন্ত্রের মাধ্যমে কি কাজ করা যায়?
উত্তরঃ কথা,লেখা ও ছবি আদান
প্রদান করা যায়।
৩৪. বাংলাদেশের বেতার স্থাপন
করা হয় কত সালে?
উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৩৯
সালে ।
৩৫. বেতার বাংলাদেশের সদর দপ্তর
কোথায় অবস্থিত ?
উওরঃ ঢাকার আগারগাঁও এ।
৩৬.ই পোষ্ট চালু হয় কবে?
উত্তরঃ ১৬ আগষ্ট ২০০০ সালে।
৩৭.বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র
প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৬৭ সালে।
৩৮. বাংলাদেশ টেলিভিশনের প্রথম শিল্পী কে ?
উত্তরঃ ফেরদৌসী রহমান।
৩৯.বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কত সালে ?
উত্তরঃ ১ ডিসেম্বর ১৯৮০ সালে।
৪০. সর্বশেষ সম্প্রচার কেন্দ্র
কোনটি?
উত্তরঃ রাজশাহী (১৩ জুন ২০০১)
৪১.‘বাংলাদেশ ‘ডিস এন্টিনা ’ব্যবহার চালু হয় কত সালে?
উত্তরঃ ২৭ এপ্রিল ১৯৯২ সালে।
✿-------------- --------✿
.★তথ্য-প্রযুক্তি (জনক)★
> টেলিফোনের জনক= আলেকজান্ডার গ্রাহাম বেল।
> মোবাইল ফোনেরজনক= মার্টিন কুপার।
> সার্চ ইঞ্জিনেরজনক= এলান এমটাজ।
> বিশ্বে ইন্টারনেটচালু হয়= ১৯৬৯সালে।
> ইন্টারনেটের জনক=ভিনটনজি কার্ফ।
> ওয়েবের জনক= টিমবার্নার্স লি।
> ই মেইলের জনক=রে টমলিসন।
> উইকিপিডিয়ারজনক= জিমি ওয়ালস।
।> গুগলের জনক=ল্যারি পেজওসার্জে ব্রিন।
>Opera webব্রাউজারের জনক=জনস্টিফেনসন ভন টেচনার।
> ফেসবুক প্রতিষ্ঠিত হয়= ৪ ফেব্রুয়ারী ২০০৪।
> ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে বলে= টেলি মেডিসিন।
> কম্পিউটার হতে কম্পিউটারে তথ্য আদান প্রদান প্রযুক্তি কে বলে= ইন্টারনেট।
●বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয়=== ১৯৯৯ সালে, বনানীতে।
●বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম == সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
✿-------------- --------✿
●বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল
টেলিফোন ব্যবস্থা চালূ হয়=== ৪ জানুয়ারী, ১৯৯০।
●বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয়=== ১৯৯২ সালে।
✿-------------- --------✿
●প্রথম ডিজিটার জেলা>. যশোর
●প্রথম ওয়াই ফাই নগর> সিলেট
●সাইবার সিটি< সিলেট
●প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ>মিঠাপুকুর ,রংপুর
/11
Comments 1
a very effective information that will help everyone to gather some informative knowledge about ICT that is rarely found as a combined unit.
Comments 1