আয়াত নংঃ ১
দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে
আয়াত নংঃ ২
সকল প্রশংসা জগত সমূহের প্রতিপালক আল্লাহরই,
আয়াত নংঃ ৩
যিনি দয়াময়, পরম দয়ালু,
আয়াত নংঃ ৪
কর্মফল দিবসের মালিক।
আয়াত নংঃ ৫
আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি,
আয়াত নংঃ ৬
আমাদেরকে সরল পথ প্রদর্শন কর,
আয়াত নংঃ ৭
তাহাদের পথ, যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ, তাহাদের পথ নহে যাহারা ক্রোধ-নিপতিত ও পথভ্রষ্ট।
Comments 0