+ Explanation(ক) অবচয় হল, কোন সম্পত্তির নির্দিস্ট সময পর যে কর্মক্ষমতা লোপ পায় তার আনুমানিক প্রকাশ, সুতরাং এটিকে ব্যাংক হিসেবে ধরা হয়। (খ) মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যয় করা হয়। ব্যয়/খরচ বকেয়া থাকলে তা আমাদের পরিশোধ করতে হবে। ফলে এটিকেও দায় হিসেবে ধরা হয়। ‘গ’ কু-ঋণ সঞ্চিতি হল, রক্ষণাশলীলতার প্রথানুসারে দেনাদারের নিকট থেকে সম্পূর্ণ টাকা না পাওয়া যেতে এটি কোন ব্যয় বা খরচ নয়। (ঘ) কু-ঋণ সঞ্চিতি হল, যে টাকা দেনাদারের কাছ থেকে পাওয়া যাবে না। এটিকে ব্যয় হিসেবে ধরা হয়।