Question:নিম্নে লেনদেনগুলির মধ্যে যা অগ্রপ্রদত্ত লেনদেন হিসেবে চিহ্নিত করা যায়-
A অনুপার্জিত আয় প্রাপ্তি হওয়া
B দুই বছরের অফিস ভাড়া প্রথম বছরে প্রদান
C বকেয়া বেতন পরিশোধ
D বকেয়া বেতন
E মুনাফা প্রাপ্তি
/456
+ Answer
B
+ Explanationযে লেনদেনগুলোর জন্য প্রথম বছর টাকা প্রদান করা হয় কিন্তু সবিধা পাওয়া যায় পরবর্তী বছরে সেগুলো হল অগ্রপ্রদত্ত লেনদেন। এক মাত্র ‘খ’ তে বলা হয়েছৈ দুই বছরের অফিস ভাড়া প্রথম বছরে প্রদান।