Question:উত্তোলনের উপর সুদ 250 টাকার জন্য ডেবিট করতে হবে-
A উত্তোলন হিসাব
B নগদান হিসাব
C অবচয় হিসাব
D বেতন হিসাব
/226
+ Answer
A
+ Explanationমালিক কর্তৃক নগদ উত্তোলনের উপর যে সুদ ধরা হয় (পণ্য উত্তোলনরে উপর সাধারণত সুদ ধরা হয় নবা) তা বনগদ েআদায় করা হয় না। তাই এ সুদ উত্তোলন হিসাবে ডেবিট করে মালিকানা স্বত্ত্ব বা মালিকের মসূলধনকে হ্রাস করা হয়। ফলে উত্তোলনের উপর সুদ 250 টাকার জন্য উত্তোলন হিসাব ডেবিট করা হবে।