Question:একটি ব্যবসায়ের জন্য 50,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করা হল, কার্যস্থলে আনার জন্য 1,000 টাকার বহন খরচ দেয়া হল, বসানো খরচ 4,000 টাকা, যার মধ্যে বসানোর জন্য মজুরী খরচ 2,000 টাকা অন্তর্ভুক্ত। কত টাকা ডেবিট করে যন্ত্রপাতি হিসাব খোলা হবে?
A 50,000 টাকা
B 54,000 টাকা
C 55,000 টাকা
D 53,000 টাকা
+ Explanationহিসাবিজ্ঞানের GAAP সমর্থিত নীতিমালা ক্রয় মূল্যনীতি অনুযায়ী কোন সম্পত্তি অর্জন করার জন্য বা সম্পত্তিটিকে কার্যপযোগী করার জন্য যত টাকা খরচ হবে ঠিক তত টাকা দ্বারা যন্ত্রপাতি নামে হিসাব খুলে ডেবিট করতে হবে। সুতরাং যন্ত্রপাতি হিসাবে ডেবিট করতে হবে (50,000 + 1,000 + 4,000) 55,000 টাকা। নতুন করে বসানোর জন্য মজুরী খরচ 2,000 টাকা যোগ করার প্রয়োজন নাই। কারণ তা বসানোর খরচের সাথে অন্তর্ভুক্ত আছ।