+ Explanationশুধুমাত্র ধারে পণ্য ক্রয়সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় ক্রয় জাবেদায়। ধারে পণ্য ক্রয়ের হিসাব ও পাওনাদার (দেয়) হিসাব বৃদ্ধি পায়। ক্রয় েএক প্রকার ব্যয়। আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়। তাই ক্রয় বই বা ক্রয় জাবেদার যোগফল স্থানান্তর করা হয়। ক্রয় হিসাব বা ক্রয় খতিয়ানের ডেবিট পাশে।