Question:নিম্নের কোন আইটেমটি সাধারণ খুচরা নগদান হতে পরিশোধ করা হয় না?
A ডাক মামুল
B অফিস সরবরাহ
C অফিস আসবাবপত্র সংযোজন
D ডাক বক্সের ভাড়া
/226
+ Answer
C
+ Explanation(ক) ডাক মাশুল (খ) অফিস সরবরাহ (ঘ) বাক্সের ভাড়া এ সকল ব্যয় হল ছোট খাট ধরনের বা খুচরা ব্যয়। এদের জন্য খুচরা নগদান তহবিল ব্যবহার করা হয়। আর (গ) অফিসের আসবাবপত্র সংযোজন হলো বড় ধরনের ব্যয় বা মূলধন জাতীয় ব্যয়। এ ধরনের ব্যয় নির্বাহ করার জন্য বড় অংকের টাকার প্রয়োজন হয়। যা খুচরা নগদান তহবিল থেকে প্রদান সম্ভব নয়।