+ Explanationদু’তরফা দাখিলা পদ্ধতির সংজ্ঞায় বলা হয়েছে, যে পদ্ধতিতে লেনদেনকে দ্বৈত সত্তায় বিভক্ত করে প্রতিটি পক্ষকে ডেবিট অথবা ক্রেডিট করে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় তাকে দু’তরফা দাখিলা পদ্ধতি বলে। অর্থাৎ দুতরফা দাখিলা বলতে বোঝায় প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধকরণ।