Question:একটি কোম্পানি একটি সংবাদপত্র অফিস সংবাদ পত্রে বিজ্ঞাপন ছাপানোর জন্য 250 টাকার একটি বিল পায়, যা 15 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। বিলটি পাওয়ার পর কান জাবেদা লিখনটির প্রয়োজন হবে-
A ডেবিট বিজ্ঞাপন খরচ 250 টাকা; ক্রেডিট দেয় হিসাব 250 টাকা
B ডেবিট প্রাপ্য হিসাব 250 টাকা; ক্রেডিট বিজ্ঞাপন হতে আয় 250 টাকা
C ডেবিট বিজ্ঞাপন খরচ 250 টাকা; ক্রেডিট নগদান হিসাব 250 টাকা
D কোন জাবেদার প্রয়োজন নাই
+ Explanationসংবাদপত্রে বিজ্ঞাপন ছাপানোর জন্য ব্যয় সংঘটিত হয়েছে। অর্থাৎ বিজ্ঞাপনবাবদ ব্যয় হয়েছে 250 টাকা। ব্যয়টি পরিশোধ না করায় সংবাদপত্র অফিসের নিকট দায় (দেয় হিসাব) বেড়েছে। সুতরাং জাবেদা লিখনটি হেব বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট 250 টাকা, দেয় ক্রেডিট 250 টাকা ।