Question:একটি কোম্পনির হিসাব বহিতে নিম্নলিখিত জাবেদা লিখনটি আছে-
নগদান হিসাব ডেবিট-12,00 টাকা, প্রাপ্য নোট হিসাব ডেবিট 48,000 টাকা, জমি হিসাব ক্রেডিট 60,000 টাকা, লেনদেনটি-
A 60,00 টাকয় জমি ক্রয়ের সাথে সম্পৃক্ত
B 12,000 টকা নগদ প্রদানের সাথে সম্পর্কিত
C 60,000 টাকা মূল্যের জমি বিক্রয়ের সাথে সম্পর্কিত
D মোট সম্পত্তি 12,000 টাকায় বৃদ্ধি করেছে
+ Explanationজাবেদা দাখিলাটিতে নগদান হিসাব ডেবিট করা হয়েছে 12,000 টাকায় অর্থাৎ কারো কাছ থেকে টাকা পাওয়া গেছে তা স্পষ্ট। অনুরূপভাবে প্রাপ্য নোট হিসাব (48,000 টাকা) ডেবিট করায় বোঝায় যাচ্ছে যে, কারো নিকট থেকে নোটে স্বাক্ষর পাওয়া গেছে। এবং জমি হিসাব ক্রেডিট (60,000 টাকা) করার ফলে বোঝা যাচ্ছে যে জমি কমে গেছে 60,000 টাকা, সুতরাং বুঝা যাচ্ছে যে 60,000 জমি বিক্রয় করে নগদ 12,000 টাকা ও 48,000 টাকার নোট পাওয়া গেছ। অর্থাৎ দাখিলাটি 60,000 টাকায় জমি বিক্রির সাথে সম্পর্কিত।