+ Explanationব্রিটিশ পদ্ধতি অনুসারে হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত ধাপ গুলো হলো- লেনদেন সনাক্তকরণ, লেনদেন বিএশ্লষণ, জাবেদায়ণ, স্থানান্তরকরণ, রেওয়ামিল প্রস্তুত করণ, সমন্বয় দাখিলা প্রদান, সমন্বিত দেওয়ামিল তৈরি করণ, আর্থিক বিবরণী তৈরি ও বিপরীত দাখিলা প্রদান।
সুতরাং এখানে অস্তিত্ব যাচাই করণ নামক কোন ধাপ নেই।