Question:ব্যাংক সমন্বয় বিবরণী এমন একটি বিবরণী যাহা-
A যখন জমাতিরিক্ত টাক উত্তোলিত হয় তখন ব্যাংক কর্তৃক প্রেরিত
B আমাদের নগদান বহিতে প্রদর্শিত জেরে সহিত ব্যাংকের বিবরণীতে প্রদর্শিত জের যাচাই করণের জন্য আমরা প্রস্তুত করে থাকি
C জমাদান বহির সাথে মিলিয়ে দেখার জন্য ব্যাংক কর্তৃক প্রস্তুতকৃত
D যখন আমর কোন ভুল করে থাকি তখন ব্যাংক কর্তৃক প্রেরিত হয়
+ Explanationকোন নির্দিষ্ট সময় শষে জমাদানকারী বা আমানতকারী কর্তৃক সংরক্ষিত নগদান বইয়ের ব্যাংক জের ও পাশ বইয়ের বা ব্যাংক কর্তৃক রখ্ষিত জমাদানকারীর হিসাবের জেরে মধ্যে যে গরমিল বা পার্থক্য সৃষ্টি হয় তা দূর কার লক্ষ্যে জমাদানকারী বা আমানতকারী কর্তৃক প্রস্তুতকৃত আলাদা কাগজের বিবরণী হল ব্যাংক সমন্বয় বিবরণী।