A একজন সরবরাহকারীকে 10,000 টাকার চেক দেয়া হয়েছে কিন্তু তা ব্যাংকে উপস্থাপন করা হয়নি
B একজন ক্রেতার নিকট থেকে 12,000 টাকার একটি চেক পাওয়া গেছে কিন্তু তা ব্যাংকে জমা দেয়া হয়নি
C ব্যাংক 1500 টাকা ব্যাংক চার্জ এর জন্য মক্কেলের হিসাব ডেবিট করেছে
D ব্যাংক 15,000 টাকার স্থলে 52,000 টাকার একটি চেক প্রত্যাখান করেছে
E পোষট ডেটের জন্য ব্যাংক 51,000 টাকার একটি চেক প্রত্যাখান করেছে
+ Explanationনগদান বইয়ের ব্যাংক কলামে এন্ট্রি করা হয়েছে কিন্তু পাশ বয়ে এন্ট্রি করা হয় নাই অথবা পাশ বইয়ে বা ব্যাংক হিসাবে এন্ট্রি করা হয়েছে কিন্তু নগদান বইয়ের ব্যাংক করা হয় নাই। এমন সকল ঘটানা ব্যাংক সমন্বয় বিবরণীর অন্তর্ভুক্তির বিষয়। প্রদত্ত Option গুলোর মধ্যে ‘খ’ এর ঘটনা নগদান বই এর ব্যাংক কলাম অথবা পাশ বই কোনটাতেই এন্ট্রি করা হয় নাই। কারণ কারো কাঝ থেকে চেক পেয়ে ব্যাংক জমা দেয়ার পূর্ব পর্যন্ত তা নগদ টাকা হিসেবে নগদান বইয়ের নগদ কলামে দেখানো হয়।