Question:ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলে আমানতকারীর বহিতে জাবেদা হবে-
A ব্যাংক হিসাব ডেটর টু আদেষ্টা হিসাব
B ব্যাংক হিসাব ডেটর টু প্রাপক হিসাব
C আদেষ্টার হিসাব ডেটর টু ব্যাংক হিসাব
D কোনটিই নয়
/42
+ Answer
D
+ Explanationআমানতকারী যখন চেকইস্যু করে তখন তার বইতে এন্ট্রি করে-
পাওনাদার/চেকের প্রাপকের হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব-
কারণ- তখন পাওনাদারকে চেক প্রদান করায় তা কমানো হয়েছিল এবং চেক প্রদান করার জন্য ব্যাংক হিসাব (সম্পত্তি) ব্যাংক টাকা না কমায় তা বাড়াতে হবে ফলে ব্যাংক হিসাব ডেবিট করতে হবে।