Question:নিম্ন লিখিত ভুল সংশোধনের জন্য জাবেদা লিখনটি হল: করিমের কছ থেকে প্রাপ্ত 100 টাকা করিমের হিসাবে ডেবিট করা হয়েছে-
A অনিশ্চিত হিসাব ডেবিট 200 টাকা
করিম হিসাব ক্রেডিট 200 টাকা
B করিম হিসাব ডেবিট 100 টাকা
অনিশ্চিত হিসাব ক্রেডিট 100 টাকা
C অনিশ্চিত হিসাব ডেবিট 100 টাকা
করিম হিসাব ক্রেডিট 100 টাকা
D অনিশ্চিত হিসাব ডেবিট 200 টাকা
করিম হিসাব ক্রেডিট 200 টাকা
+ Explanationএ ভুলটি করার পরিবর্তে এক দিকের ভুল। কারণ ভুলটির কারণে শুধুমাত্র করিম হিসাবকে ক্রেডিট করার পরিবতেৃ ডেবিট করা হয়েছে। অন্য কিচু ঠিক মত করা হয়েছে। আর এক দিকের ভুল হলে অনিশ্চিত হিসাবকে ব্যবহার করতে হবে। করিমরে কাছ থেকে 100 টাকা প্রাপ্ত লেনদেনটির জাবেদা হওয়ার কথা ছিল নগদান হিসাবকে ঠিক রেখে করিমর হিসাবকে ডেবিট কর হয়েছ 100 টাকা দ্বারা। করিমরে হিসাবকে ক্রেডিট করা হলে করিমের হিসাব থেকে 100 টাকা কমে যেত। কিন্তু করিমের হিসাব ডেবিট করায় করিমের ডেবিট করায় করিমের হিসাবে 100 টাকা বেড়ে যায়। ফলে করিমের হিসাবে পার্থক্যসৃষ্টি হবে (100+100) = 200 টাকা। ফলে রেওয়ামিলের দু’পাশ্র্বের পার্থক্য সৃষ্টি হবে 200 টাকার। এ ভুলটির সংশোধন করা হলে করিমের হিসাবকে 200 টাকা দ্বারা ক্রেডিট করতে হবে। এবং যেহেতু এটি একদিকের ভুল ফলে ভুলটি সংশোধনের জন্য অনিশ্চিত হিসাবকে ডেবিট করতে হবে 200 টাকা দ্বারা। অর্থাৎ ভুরটি সংশোধনে সঠিক জাবেদা লিখনটি হবে অনিশ্চিত হিসাব ডেবিট 200 টাকা; করিম হিসাব ক্রেডিট 200 টাকা।