A যন্ত্রপাতির জন্য কৃত ব্যয়, আসবাবপত্র হিসাবে দেখানো হয়েছে।
B দেনাদার হিসাবের নামে ওলট, পালট হয়েছে।
C সম্পর্কিত নয় এমন দুইটি হিসাবের একটি ডেবিট জের এবং অপরটি ক্রেডিট জের আদৌ তোলা হয় নি।
D একটি লেনদেন সম্পূর্ণই হিসাবের বাইরে রয়েছে।
+ Explanation‘ক’ এর ভুলটি থাকলেও রেওয়ামিল মিলে যাবে। কারণ এই ভুলটি হচ্ছে নামে ভুল। রেওয়ামিল নামে ভুল ধরতে পারে না ‘খ’ এ ভুলটি দ্বারাও ‘ক’ এর মত অবস্থা ঘটবে। অর্থা’ এটি তাকা সত্তেও রেওয়ামিল মিলে যাবে ‘গ’ এ ভুলটির কারণে রেওয়ামিল মিলতে ব্যঘাত ঘটবে। ‘ঘ’ েএকটি লেনদেন হিসাবে বাহিরে থাকায় এর কোন প্রভাব রেওয়ামিলে দেখা যাবে না।