+ Explanationহিসাব সহকারী বা হিসাব রক্ষকগণের হিসাব রক্ষণকার্যে অসতর্কতা এবং অমনোযোগিতার জন্য লেখায় যে ভুল হয় তাকে করণিক ভুল বলে। করণিক ভুলগুলো চার ধরনের (1) বিচ্যুতি বা বাদ পড়ার ভুল (2) লেখার ভুল (3) বেদাখিলার ভুল (4) পরিপূরক ভুল। আর নীতিগত ভুল হয় মূলধন জাতীয় আয়- ব্যয়কে মুনাফা জাতীয় আয়-ব্যয় গণ্য করা।