+ Explanation(ক) লিখনের ভুল হল, 5,000 টাকার পরিবর্ত 500 টাকায় লিপিবদ্ধ করা। এ ভুলের জন্য অনিশ্চিত হিসাবের প্রয়োজন নাই। (গ) দুই দিকের ভুল ও (ক)-এর ভুলের অনুরূপ। (ঘ) ও ঙ. সম্পূরক বা পরিপূরক ভুল হল একটি ভুল দ্বারা অন্য একটি ভুলের সতংশোধন করা। ফলে এটির জন্য ও অনিশ্চিত হিসাবের প্রয়াজন হয় না। (খ) িএক দিকের ভুল হল 5,000 টাকার পণ্য ক্রয় করে শুুধুমাত্র ক্রয় হিসাবে 500 টাকা লিখে অন্য সবকিছু ঠিক করে লিখা। ফলে এ ধরনের ভুল সংশোধনের জন্য অনিশ্চিত হিসাব প্রয়োজন হয়।