+ Explanationপ্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রদত্ত Option গুলোর মধ্যে (ক) বাদ পড়ার ভুল হল- একটি লেনদেন হিসাবভুক্ত বাদ গেছে এ ধরনের ভুল, একটি ভুলের দ্বারা অন্য একটি ভুল সংশোধনের ভুল হল (খ) পরিপূরক ভুল। মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে দেখানোকে (ঘ) নীতিগত ভুল বলে। এ সবগুলো ওেয়ামিল মিলতে বা সমতাকে বাঁধাগ্রস্থ করে না। সুতাং Option (গ) কার্যের ভুল হল এক হিসাব বই থেকে অন্য হিসাব বইতে তুলবার সময় 500 টাকার পরিবর্তে এক পক্ষকে 5,000 টাকায় লিখা। এক ধরনের ভুল রেওয়অমিলের উভয় পক্ষ/দিকের সমতাকে বাঁধা গ্রস্থ করে।