Question:একটি হিসাবের জের 90 টাকা যা ওেয়ামিলের ভুল পাশ্র্বে দুইবার লেখা হয়েছে। অন্যান্য সবকিছু ঠিক থাকলে দুই পাশ্র্বের পার্থক্য হবে-
A 90 টাকা
B 180 টাকা
C 270 টাকা
D 360 টাকা
/142
+ Answer
C
+ Explanationকোন হিসাবের জের অন্যান্য সবকিছু ঠিক রেখে ভুল পাশে বসালে রেওয়ামিলের যোগফলের পার্থক্য হয় দ্বিগুণ বা ডবল। আর ভুল পাশে দুইবার বসালে পার্থক্য হবে তিনগুণ। কারণ, সঠিক পাশে যে পরিমাণ বসানোর কথা ছিল তা একবার এবং ভুল পাশের দুই পরিমাণ। অর্থাৎ সঠিক পাশের পমিাণ + ভুল পাশের দুই পরিমাণ। এখানে প্রশ্নটিতে 90 টাকাভুল করে ভুল পাশে দুইবার বসানোর ফলে পার্থক্য হবে (90+90+90)=270 টাকা।