Question:বিচ্যুতি জনিত ভুল ও পরিপূরক ভুল রেওয়মিলের মাধ্যমে -
A ধরা পড়ে
B ধরা পড়ে না
C ধরা পড়তে সময় লাগে
D কোনটিই নয়
/142
+ Answer
B
+ Explanationবিচ্যুতিজনিত ভুল বা বাদ পড়ার ভুল হল লেনদেন হিসাবে বইতে লিপিবদ্ধ না করা এবং পরিপূরক ভুল হল একটি ভুলের মাধ্যমে অন্য একটি ভুল সংশোধিত হওয়া। ফলে এ ধরনের ভুলের কারণে রেওয়ামিল অমিল থাকে না বা মিলে যায়। অর্থাৎ এ ধররেন ভুল রেওয়অমিলে ধরা পড়ে না।