+ Explanationএকটি হিসাবের জের অন্যান্য সব কিছু ঠিক রেখে ভুল পাশে বসালে দুই পাশের যোগফলের পার্থক্য ভুলকৃত অঙ্কের ডবল বা দিগুণ হবে। কারণ সঠিক পাশে যে পরিমাণ অংক বসানোর কথা ছিল তা বসাতে হবে আবার ভুল পাশ্র্বে যে পরিমাণ বসানো হয়েছে তাও বসাতে হবে। অর্থাৎ (ভুল পাশ্র্বে বসানো অঙ্ক + সঠিক পাশ্র্বে সবানোর প্রয়োজন ছিল যে পরিমাণ) অতএব এখানে পাশ্র্বে ভুল সবানো হয়েছে 108 টাকা এবং সঠিক পাশে বসানোর প্রয়োজন ছিল 108 টাকা। ফলে দুই পাশের যোগফলের পার্থক্য হবে (108+108)=216 টাকা।