Question:যন্ত্রপাতি ক্রয় ভুল করে ক্রয় হিসাবে লেখা হয়েছে। সঠিক সংশোধনী জাবেদা হবে
A ক্রয় হিসাব ডেঃ নগদান হিসাব ক্রেঃ
B যন্ত্রাতি হিসাব ডেঃ ক্রয় হিসাব ক্রে
C যন্ত্রপাতি হিসাব ডেঃ নগদান হিসাব ক্রেখঃ
D ক্রয় হিসা ডেঃ যন্ত্রপাতি হিসাব ক্রেখঃ
+ Explanationএ ভুলটি নীতিগত ভুল। যন্ত্রপতি ক্রয় এর সঠিক জাবেদা হল- যন্ত্রপাতি হিসাব ডেঃ নগদান হিসাব ক্রেঃ টু নগদান হিসাব। কিন্তু ভুল করে জাবেদা করেছে- ক্রয় হিসাব ডেঃ টু নগদান হিসাব।
অর্থাৎ নগদান হিসাবকে ঠিকই লেখা হয়েছৈ শুধুমাত্র যন্ত্রপাতির পরিবর্তে ক্রয়কে ডেবিট করা হয়েছে। সুতরাং সংশোধনীতে ক্রয় হিসাবকে বাদ দিতে হবে। ফলে ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে। এবং যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করতে হবে। অর্থাৎ সংশোধনী জাবেদাটি হবে- যন্ত্রপাতি হিসাব ডেবিট টু ক্রয় হিসাব।