+ Explanationদেনাদার এক ধরনের চলতি সম্পদ। আর চলতি সম্পদকে উদ্বর্তপত্রে নীট মূল্যে লিখতে হয়। কারণ হিসাববিজ্ঞানের রক্ষণশীলতার নীতি অনুসারে কোন সম্পদ কে অতিরিক্ত মূল্যে দেখানো উচিত নয়। কারণ যে কোন সময় উক্ত চলতি সম্পদের পরিবর্তন হতে পারে। এ জন্য প্রতিষ্ঠান যাতে কোন বিরূপ পরিস্থিতির স্বীকার না হয় সে জন্যই এই ব্যবস্থা গ্রহণ করতে হয়। আর এ জন্যই দেনাদার (চলতি সম্পদ) কে উদ্বর্তপত্রে নীট আদায়যোগ্যমূল্যে দেখাতে হয়।