+ Explanationহিসাববিজ্ঞানের ঐতিহাসিক বা ক্রয় মূল্য নীতি অনুযায়ী স্থায়ী সম্পদ হিসাবভুক্ত করা হয়। যমন- ৫০০,০০০ টাকার একটি সম্পদ ক্রয় করা হয়। লেনদেনটি হিসাবের বইতে ৫,০০,০০০ টাকায় লিপিবদ্ধ হবে। একটি হিসাবকাল শেষে সম্পদটির প্রকৃত মূল্যমান ৫,০০,০০০ টাকার চেয়ে কম বা বেশি হলেও হিসাবপত্রে তা ৫,০০,০০০ টাকায় লিপিবদ্ধ হবে। কারণ লেনদেন গুলো লিপিবদ্ধ করার ক্ষেত্রে হিসাবরক্ষকগণ যাতে ইচ্ছামত কোন টাকার পরিমাণ লিপিবদ্ধ না করে সে বিষয়ে ক্রয় মূল্য ধারণা প্রতিরোধক হিসেবে কাজ করে।