+ Explanationপ্রশ্নটির জারিকৃত নোটটির মেয়অদ দেয়া আছে ১২০ দিন এবং নোটটি প্রস্তুতের তারিখ ১৪ আগষ্ট, ১৯৯০ সাল অর্থাৎ নোটটি পরিশোধ করতে হবে ১৪ আগষ্ট, ১৯৯০ সাল থেকে ১২০ দিন পর।
অতএব, নোটটির দয় তারিখ হবে - ১৪ + ১২০ দিন
সেপ্টেম্বর মাসের = ৩০ দিন
অক্টোবর মাসের = ৩১ দিন
নভেম্বর মাসের = ৩০ দিন
মোট = ১০৮ দিন
অর্থাৎ ১২০ দিন হতে আরও বাকি থাকে (১২০-১০৮) = ১২ দিন, সুতরাং হিসেম্বর মাসের ১২ দিন প্রয়োজন ১২০ দিন পূর্ণ হতে।
অতএব ডিসেম্বর ১২,-১৯৯০ সাল, তারিখটি হবে নোটটির দেয় তারিখ
Note : ‘প্রশ্নে মেয়াদের দিন নির্দষ্ট উল্লেখ থাকায় রেয়তি দিন বা অনুগ্রহ দিবস ধরা হবে না।’