Question:কোন প্রকার কু-ঋণ সমন্বয় করার পূর্বে দেনাদারের পরিমাণ হচ্ছে ২০,৫০০০ টাকা। কু-ঋণ সঞ্চিতি ১,৮৫০ টাকা। কু-ঋণ ৫০০ টাকা, দেনাদারদের উপর ১০% কু-ঋণ সঞ্চিতি এবং ৫% বাট্টা সঞ্চিতি হিসাবে ধার্য করা হয়। বাট্টা সঞ্চিতিরি পরিমাণ কত?
+ Explanationযেহেতু কোন প্রকার কু-ঋণ সমন্বয় পূর্বে দেনাদারের পরিমাণ ২০,৫০০ টাকা, সেহেতু কু-ঋণ সমন্বয় করার পরবর্তী দেনাদারের পমিাণ হবে (২০,৫০০ - ৫০০) = ২০,০০০ টাকা।
দেয়া আছে, কু-ঋণ সঞ্চিতি ১০%
অর্থাৎ কু-ঋণ সঞ্চিতির পরিমাণ = (২০,০০০ x ১০%) টাকা
= ২,০০০ টাকা।
এবার কু-ঋণ সঞ্চিতি সমন্বয় করার পর নীট দেনাদার হবে
= (২০,০০০ - ৫০০) = ১৮০০০ টাকা
এবার কু-ঋণ সঞ্চিতির সমন্বয় করার পর নীট দেনাদার হবে
= (২০,০০০ - ২,০০০) = ১৮,০০০ টাকা
আবার, দেয়া আছে, বাট্টা সঞ্চিতির হার ৫%
সুতরাং বাট্টা সঞ্চিতির পরিমাণ = (১৮,০০০ x ৫%) = ৯০০ টাকা।