+ Explanationবিনিময় নিলের বিশেষ বৈশিষ্ট্য হলো যে, বিলের টাকা পরিশোধের জন্য কোনরূপ শর্ত আরোপ করা যায় না। অর্থাৎ ইহা (ক) নিঃশর্ত বা শর্তহীন নির্দেশনামা। বিনিময় বিল পাওনাদার বা আদেষ্টা কর্তৃক দেনাদার কর্তৃক দেনাদার বা আদিষ্টের উপর একটি (খ) লিখিত আদেশ যাতে কোন অনুরোধের সুর থাকে না এবং ইহাতে (গ) নির্দিস্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকে যা লিখিত ও সংখ্যায় হতে হয় এবং (ঘ) নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে হয়।