Question:রেওয়ামিলে সম্ভাবের উদ্বৃত্ত ১,৩৫০ টাকা ও সম্ভার খরচ ০ (শূন্য) দেখায়। হিসাবকাল শেষে যদি হাতে ৮০০ টাকাসম্ভার থাকে তবে সমন্বয় জাবেদা হবে-
A সম্ভার ডেবিট ৫৫০ টাকা, সম্ভার খরচ ক্রেডিট ৫৫০ টাকা
B সম্ভার খরচ ডেবিট ৫৫০ টাকা, সম্ভার খরচ ক্রেডিট ৫৫০ টাকা
C সম্ভার খরচ ডেবিট ৫৫০ টাকা
D কোনটিই নয়
+ Explanationরেওয়ামিলে সম্ভার হার শূন্য (০) থাকায় সম্ভারের উদ্বৃত্তকে সম্পত্তি হিসেবে গণ্য করা হয়েছে। ফলে উক্ত হিসাবকালে যত টাকার সম্ভার ব্যবহৃত হয়েছে তার সমন্বদয় দাখিলা দিতে হবে। সম্ভার খরচের সমন্বয় করা হলে সম্ভার খরচ খরচ ৫৫০ টাকা (ব্যয়) বৃদ্ধি পাবে েএবং সম্ভারের উদ্বৃত্ত (প্রারম্ভিক সম্পত্তি) কমে যাবে। ফলে সমন্বয় জাবেদা হবে- সম্ভার খরচ ডেবিট ৫৫০ টাকা এবং সম্ভার ক্রেডিট ৫৫০ টাকা।