Question:একটি ব্যতীত নিচের প্রতিটি প্রধান সমন্বয় এন্ট্রি-
A অপ্রদত্ত খরচ
B অর্জিত রাজস্ব
C বকেয়া খরচ
D বকেয়া রাজস্ব
/105
+ Answer
B
+ Explanationআয় বা রাজস্ব অর্জিত হওয়া হলো দৈনন্দিন লেনদেন। এ ধরনের লেনদেনের জন্য সমন্বয় এন্ট্রি দেয়ার প্রয়োজন হয় না। শুধুমাত্র দৈনন্দিন দাখিলা প্রদান করলেই হয়। অতএব, প্রশ্নটিতে সঠিক উত্তরের জন্য প্রদত্ত Option গুলোর মধ্যে (ক), (গ) ও (ঘ) Option গুলোর প্রধান সমন্বয় এন্ট্রির উদাহরণ।