+ Explanationখরচ ও ব্যয় দেখানোর জন্য দুটি পদ্ধতি প্রচলিত আছে। (i) ব্রিটিশ পদ্ধতি অনুসারে খরচ সমূহকে ক্রয়-বিক্রয় হিসাবে অথবা লাভ-ক্ষতি হিসাবে দেকানো হয়। (ii) আমেরিকান পদ্ধতি- অনুযায়ী খরচ সমূহ দেকানো হয় আয় বিবরণীতে। উত্তোলন প্রতিষ্ঠানের নিকট ব্যয় বলে গণ্য হলেও যেহেতু ইহা মালিকের স্বত্বকে কমিয়ে দেয় বা ক্রাস করে সেহেতু আমেরিকান পদ্ধতি অনুসারে ইহাকে মালিকের স্বত্ত্ব বিবরণী বা মালিকানা স্বত্ত্ব বিবরণীতে দেখানো হয়, আর বৃটিশ পদ্ধতি অনুযায়ী উত্তোলনকে দোখানো হয় উদ্বর্তপত্রের দায়ের কলামের অভ্যন্তরের মালিকের মূল্যধন থেকে বিয়োগ করে। যেহেতু প্রম্নটিরে উত্তরের জন্য প্রদত্ত Option গুলোতে এ ধরনের উত্তর নাই।