+ Explanationসম্পত্তি, দায় ও মালিকানা স্বত্ব নিয়ে উদ্বর্তপত্র তৈরি করা হয় না প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা প্রকাশ বিবরণী হিসেবে গণ্য হয়। উদ্বর্তপত্রে (ক) স্থায় সম্পত্তি সমূহ ক্রয় মূল্যে দেকানো হয়। ফলে পরবর্তী বছরে বা হিসাবকালে এর আদায়যোগ্য মূল্য কত হবে তা দেখানো হয় না, যা উদ্বর্তপত্রের সীমাবদ্ধতা বলে গণ্য হয়। (খ) উদ্বর্তপত্র সম্পত্তির দিকে প্রাথমিক খরচ, শেয়ার বাট্টা/অবহার ইত্যাদি দেখানো হয়ে থাকে যা প্রকৃতপক্ষে সম্পত্তি নয়। সুতরাং এটি উদ্বর্তপত্রের একটি সীমাবদ্ধতা Option (গ) ও হল উদ্বর্তপত্রের একটি সীমাবদ্ধতা। কারণ, এটা একটি নির্দিষ্ট দিনের বা তারিখের বা সময় বিন্দুর জন্য প্রস্তুত করা হয়। কিন্তু সারা বছরের জন্য প্রস্তুত করা হয় না।