+ Explanationপ্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রদত্ত Option ‘ক’ অনুপার্জিত আয় অর্থাৎ যে আয় উপার্জন করা হয় নাই বা অর্জিত হয় নাই কিন্তু পাওয়া গেছে বা হিসাব ভুক্ত হয়েছে। যা দায় হিসাবে গণ্য। সুতরাং এ Option টি প্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রযোজ্য হবে না। Option (খ) অগ্রীম আয় অর্থাৎ আয় অর্জিত হওয়ার আগেই গ্রহণ করা হয়েছে। যা দায় হিসেবেগণ্য হয়, (গ) মধ্যবর্তী আয় নামে সাধারণত কোন হিসাব খোলা হয় না। Option (ঘ) নগদান হিসাবকে তখনই ডেবিট করা হয় যখন নগদ টাকা পাওয়া যায় বা নগদ টাকা (সম্পত্তি) বৃদ্ধি পাবে।
প্রশ্নটিতে বলা হয়েছে যে, আয় অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ করা হয় নি বা হিসাবভুক্ত করা হয়নি, অর্থাৎ কাউকে সেবা প্রদান করার হয়েছে কিন্তু তার কাছ থেকে বিনিময়ে মূল্য গ্রহণ করা হয় নাই ফলে যাকে সেবা প্রদান করা হয়েছে তর কাছ থেকে মূল্য পাওয়া যাবে/টাকা পাওয়া যাবে। অর্থাৎ সে আমাদের দেনাদার। ফলে দেনাদার (সম্পদ) বৃদ্ধি পাওয়ায় দেনাদার হিসাবকে ডেটিব করতে ডেবিট করা হবে।