Question:অনুপার্জিত আয়ের জন্য সমন্বয় জাবেদা না করা হলে:
A সম্পত্তি বেশী দেখাবে
B দায় বেশী দেখাবে
C আয় বেশী দেখাবে
D নীট লাভ বেশী দেখাবে
E সম্পত্তি কম দেখাবে
/105
+ Answer
B
+ Explanationঅনুপার্জিত আয় অর্থাৎ যে আয় অর্জিত হয় নািই বা যে আয়ের জন্য এখনও কোন সেবা প্রদান করা হয় নাই কিন্তু তা নগদে গ্রহণ করা হয়েছে। সুতরাং এটি একটি দায়। আর দায় বা অনুপার্জিত আয় এর জন্য সমন্বয় জাবেদা না করা হলে দায় বেশি দেখানো হবে।