+ Explanationঅনুপার্জিত আয় একটি দায়। কারণ- অনুপার্জিত অর্থ হল যা অর্জিত/উার্জিত/উপার্জন করা হয় নাই কিন্তু পাওয়া গেছে। সুতরাং অনুপার্জিত আয় অর্থ হচ্ছে যে আয় অর্জিত হয় নাই। কিন্তু অগ্রীম পাওয়া গেছে। আর অগ্রীম আয় গ্রহণের ফলে অন্যের নিকট দায় বদ্ধতার সৃষ্টি হয়।