Question:১৭,০০০ টাকার যন্ত্রপাতি ১০,০০০ টাকা নগদে এবং ৭,০০০ টাকা বাকীতে ক্রয় করা হলো হিসাব সমীকরণ (A = L + OE) যে উপাদানে পরিবর্তন হবে-
+ Explanationসম্পত্তি (যন্ত্রপাতি) ক্রয় করে ১৭,০০০ টাকা কিচু অংশ নগদ ১০,০০০ টাকা কিছু অংশ নগদ ১০,০০০ টাকা এবং কিছু অংশ নদদ ৭,০০০ টাকা বাকী রাখার যন্ত্রপাতি নামক সম্পত্তি ১৭,০০০ টাকা বৃদ্ধি; নগদ ১০,০০০ টাকার সম্পদ হ্রাস এবং সরবরাহকারীর নিকট দেনা (প্রদেয় হিসাব) ৭,০০০ টাকা বৃদ্ধি পায়। অর্থাৎ সমীকরণে A ও L এর পরিবর্তন হয়।