+ Explanation(ক) রাজস্ব হল আয়। আর নতুন যন্ত্রপাতি সংযোজন হল ব্যয়। ফলে এটি সঠিক উত্তর নয়। (খ) মেরামত করা হয়। আর এ ব্যয়- নিয়মিত ঘটতে পারে। যন্ত্রপাতি সংযোজন এ ধরনের ব্যয় নয়। (গ) ক্রয় হিসাব বিক্রয়ের উদ্দেশ্যে কোন কিছু/ পণ্য ক্রয় করা হলে ক্রয় হিসাবে লেখা হয়। (ঘ) মূলধনী ব্যয় হল কোন যন্ত্রপাতি নতুন করে ক্রয়, এর পরিবহন, এর সাথে খুচরা যন্ত্রপাতি ক্রয়, সংযোজন, বসানো খরচ ইত্যাদি বা মূলত দীর্ঘকাল ধরে দীর্ঘদিন সুবিধা পাবার জন্য।