Question:কোন প্রকার হিসাবের জের বছর শেষে নিঃশেষ করা হয়?
A সম্পত্তি হিসাব
B দায় হিসাব
C নামিক হিসাব
D কোনটিই নয়
/456
+ Answer
C
+ Explanation(গ) নামি হিসাব হল আয় বা ব্যয় বাচক হিসাব এ গুলো অস্থায়ী হিসাব। এ ধরনের ব্যয় করা হয় প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য। অর্থাৎ এ ধরনের ব্যয় নিয়মিত। তাই বছর শেষে এ ধরনের ব্যয় সমন্বয় করে নিঃশেষ করা হয়।