Question:নগদে আসবাবপত্র ক্রয় করা হল ১০,০০০ টাকা- এ লেনদেনের অন্তর্ভুক্ত দুটি হিসাব-
A নামিক হিসাব
B ব্যক্তিবাচক হিসাব
C সম্পত্তি বাচক হিসাব
D একটি সম্পত্তিবাচক ও অপরটি ব্যক্তিবাচক হিসাব
/456
+ Answer
C
+ Explanationনগদে আসবাবপত্র ক্রয় করা হলে লেনদেনে অন্তর্ভুক্ত হিসাব দুটি হল, একটি নগদ টাকা (নগদ হিসাব) ও অপরটি আসবাবপত্র। িএখন লেনদেনেটির ফলে, নগদ টাকা হ্রাস পেয়েছে এবং আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ টাকাকে চলতি সম্পদে অন্তভূক্ত করা হয়ে থাকে এবং আসবাবপত্রকে স্থায়ী সম্পদ হিসেবে গণ্য করা হয়। সুতরাং উক্ত লেনদেনের দুটি হিসাবই সম্পিত্তি বাচক হিসাব।