A মজুরী হিসাব ডেঃ ৫০০০; টু নগদ হিসাব ৫,০০০
B নগদান হিসাব ডেঃ ৫০০০; টু অগ্রীম হিসাব ৫,০০০
C অগ্রীম মজুরী হিসাব ডেঃ ৫,০০০; টু নগদান হিসাব ৫,০০০
D নগদান হিসাব ডেঃ ৫,০০০; টু মজুরী হিসাব ৫,০০০
+ Explanationমজুরী প্রদান হল এক ধরনের খরচ। আর খরচ অগ্রীম প্রদান করলে তা সম্পদ হিসাবে গণ্য হয় (অগ্রীম মজুরি)। ফলে সম্পদ বেড়ে যায় তাই অগ্রীম মজুরী (সম্পদ) হিসাবকে ডেবিট করতে হয়। আর এজন্য নগদ টাকা প্রদান করতে হয়। যার দ্বারা আরেকটি সম্পদ (নগদ টাকা) হ্রাস পায়। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট করতে হয়। ফলে নগদান হিসাব (সম্পদ) ক্রেডিট করতে হয়।