Question:১,০০০ টাকা অবচয় হিসাব লাভ ক্ষতি হিসাবে স্থানান্তরের জাবেদা লিখন কোনটি?
A অবচয় হিসাব ডেঃ টু সম্পত্তি হসিাব
B লাভ-ক্ষতি হিসাব ডেঃ টু অবচয় হিসাব
C অবচয় হিসাব ডেঃ টু লাভ-ক্ষতি হিসাব
D কোনটিই নয়
+ Explanationঅবচয়কে একটি ব্যয় হিসাবে ধরা হয়। আর ব্যয়কে সাধারণত হিসাবকাল শেষে লাভ-ক্ষতি হিসাবে স্থানান্তর করে আয়-ব্যয় নির্ণয় করা হয়ে থাকে। আর এজন্য অবচয়কে লাভ-ক্ষতি হিসাবের ডেবিট পাশে হিসাবে দেখানো হয়ে থাকে। ব্যয়কে লাভ ক্ষতি হিসাবে স্থানান্তরের জাবেদা দাখিলায় লাভ-ক্ষতি হিসাবকে ডেবিট পাশে হিসাবে দেখানো হয়ে থাকে। ব্যয়কে লাভ ক্ষতি হিসাবে স্থানান্তরের জাবেদা দাখিলায় লাভ-ক্ষতি হিসাবকে ডেবিট ও সংশ্লিষ্ট ব্যয়কে ক্রেডিট করতে হয়। অর্থাৎ লেনদেনটির জন্য জাবেদা হবে- লাভ ক্ষতি হিসাব ডেঃ টু অবচয় হিসাব।