Question:ধারে লেনদেনে ক্রেতার নাম উল্লেখ না থাকলে কোন হিসাব ডেবিট করা হয়?
A বিক্রয় হিসাব
B বিক্রেতার হিসাব
C পাওনাদার হিসাব
D দেনাদার হিসাব
/226
+ Answer
D
+ Explanationধারে লেনদেনে বা ধারে বিক্রয় করলে যারা বিক্রয় করে তারা ক্রেতাকে পণ্য প্রদান করে। বিনিময়ে ক্রেতা নগদ টাকা পরিশোধ না করায় বিক্রেতা ক্রেতার কাছে টাকা পাবে, এবং ক্রেতা বিক্রেতাকে টাকা প্রদান করবে। ফলে লেনদেনে ক্রেতার নাম উল্লেখ না থাকলে দেনাদার হিসাব ডেবিট করতে হয়।