Question:২৫,০০,০০০ টাকা ক্রয়কৃত দালানে বর্তমান বইমূল্য ১০,০০,০০০ টাকা এবং প্রাক্কলিত বাজার মূল্য ১২,০০,০০০ টাকা। স্থিতিপত্রে দালানের মুল কত টাকার দেখাতে হবে?
A ২৫,০০,০০০ টাকা
B ১০,০০,০০০ টাকা
C ১২,০০,০০০ টাকা
D কোনটিই নয়
+ Explanationঐতিহাসিক মুল্য নীতি বা ক্রয় মূল্য নীতি অনুযায়ী স্থায়ী সম্পত্তিকে হিসাবের বইতে সর্বদা ক্রয়মূল্যে লিপিবদ্ধ করতে হয়। স্থিতিপত্র বা উদ্বর্তপত্রের সম্পত্তির দিকে সম্পত্তির ক্রয়মূল্য/অর্জন মূল্য বা বহিমূল্য হতে পুঞ্জিভূত অবচয় বাদ দিয়ে দেখানো হয়। এখানে বইমুল্য বা বহিমূল্য দেয়অ আছে ১০,০০,০০০ টাকাই দেখাতে হবে।