হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: আধুনিক পদ্ধতিতে কোনটির আলোকে হিসাবের শ্রেণিবিভাগ করা হয়েছে?

    A
    হিসাব সমীকরণ

    B
    হিসাব প্রকৃতি

    C
    হিসাবের ভিত্তি

    D
    লেনদেনের প্রকৃতি

    Note: Not available
    1. Report
  2. Question: আপাত দৃষ্টিতে মূলধন কোন জাতীয় হিসাব?

    A
    ব্যক্তিবাচক

    B
    অব্যক্তিবাচক

    C
    সম্পত্তিবাচক

    D
    নামিক

    Note: Not available
    1. Report
  3. Question: সমীকরণ পদ্ধতিতে ফাইন্যাল লিমিটেড কোন ধরনের হিসাব?

    A
    ব্যয়

    B
    স্বত্বাধিকার

    C
    সম্পদ বা দায়

    D
    আয়

    Note: Not available
    1. Report
  4. Question: স্ত্রীর গহনা বিক্রয়লদ্ধ অর্থ দ্বারা অফিসের জন্যে আসবাবপত্র ক্রয় করলে সমীকরণের পরিমাণগত পরিবর্তন হওয়ার কারণ কী?

    A
    সমপরিমাণ টাকা দ্বাা একটি সম্পদ বাড়ে অপর একটি সম্পদ কমে

    B
    সমীকরণের একদিকে পরিবর্তন ঘটে

    C
    সমপরিমাণ টাকা দ্বারা A ও P এর পরিবর্তন ঘটে

    D
    সমপরিমাণ টাকা দ্বারা A ও P এর পরিবর্তন ঘটে

    Note: Not available
    1. Report
  5. Question: সম্পত্তির ওপর মালিক ও পাওনাদারের দাবিকে দায় বলা হয় কেন?

    A
    মালিক ও পাওনাদার কারবারের মুনাফা পায়

    B
    প্রতিষ্ঠানের উন্নয়নে এদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ

    C
    মালিক ও পাওনাদারের নিকট প্রতিষ্ঠান ঋণী

    D
    প্রতিষ্ঠান মালিক ও পাওনাদারের নিকট টাকা পায়

    Note: Not available
    1. Report
  6. Question: সিয়ামকে বেতন দেয়া হলো ৫,০০০ টাকা, এটি হিসাব সমীকরণের কোথায় পরিবর্তন আনে?

    A
    নগদ হ্রাস দায় হ্রাস

    B
    নগদ হ্রাস দায় বৃদ্ধি

    C
    নগদ বৃদ্ধি মালিকানা স্বত্ব বৃদ্ধি

    D
    নগদ হ্রাস মলিকানা স্বত্ব হ্রাস

    Note: Not available
    1. Report
  7. Question: সম্পত্তির ওপর মালিক ও পাওনাদারের দাবিকে দায় বলা হয় কেন?

    A
    মালিক ও পাওনাদার কারবারের মুনাফা পায়

    B
    প্রতিষ্ঠানের উন্নয়নে এদের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ

    C
    মালিক ও পাওনাদারের নিকট প্রতিষ্ঠান ঋণী

    D
    প্রতিষ্ঠান মালিক ও পাওনাদারের নিকট টাকা পায়

    Note: Not available
    1. Report
  8. Question: কি. ককির তাৎক্ষণিকভাবে ২,০০,০০০ টাকা নগদ প্রদান করে এবং তিন মাসের মধ্যে পরিশোধ্য ৫,০০,০০০ টাকার একটি বিল স্বাক্ষর করে ৭,০০,০০০ টাকার গাড়ি ক্রয় করল। এ লেনদেনের ফলে হিসাব সমীকরণে কী হয়েছে?

    A
    মোট সম্পত্তি ২,০০,০০০ টাকা হ্রাস পেল

    B
    মোট দায় ২,০০,০০০ টাকা হ্রাস পেল

    C
    মোট দায় ৫,০০,০০০ টাকা বৃদ্ধি পেল

    D
    মোট সম্পত্তি ৭,০০,০০০ টাকা হ্রাস পেল

    Note: Not available
    1. Report
  9. Question: রেড লাইট একটি নতুন কলম উৎপাদনকারী প্রতিষ্টান। ব্যবসায়ের পরিচিতির জন্যে ১,০০০টি কলম বিনামূল্যে রাজ্যের ডিগ্রি কলেজের ছাত্রদের মধ্যে বিতরণ করেন। হিসাব সমীকরণে এর প্রভাব কী?

    A
    A হ্রাস ও বৃদ্ধি

    B
    A হ্রাস ও OE বৃদ্ধি

    C
    A বৃদ্ধি ও OE বৃদ্ধি

    D
    OE হ্রাস ও বৃদ্ধি

    Note: Not available
    1. Report
  10. Question: জয়কলি লাইব্রেরি বাংলাবাজার থেকে বই ক্রয় করে আনার জন্যে গাড়ি ভাড়া ১,০০, টাকা প্রদান করে। জয়কলি লাইব্রেরি হিসাব সমীকরণে এর প্রভাব কী?

    A
    সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি

    B
    সম্পত্তি বৃদ্ধি ও স্বত্বাধিকার

    C
    স্বত্বাধিকার হ্রাস ও সম্পত্তি হ্রাস

    D
    স্বত্বাধিকার হ্রাস ও দায় হ্রাস

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd