হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: ১৯৯৪ সালের কোম্পানি আইন এ সকল অ-স্পর্শনীীয় সম্পদ সমূহকে দেখানো হয়েছে-

    A
    চলতি সম্পদের আওতায়

    B
    বিলম্বিত খরচের আওতায়

    C
    স্পর্শনীয় সম্পদের আওতায়

    D
    স্থায়ী সম্পদের আওতায়

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  2. Question: পৃথক পৃথক শিরোনামে দেনাদারবৃন্দের নামে যখন হিসাব খোলা হয়, তা দেনাদার হিসাব এর-

    A
    নিয়ন্ত্রণকারী হিসাব

    B
    সহকারী হিসাব

    C
    নামিক হিসাব

    D
    ক + খ

    E
    সবগুলো

    Note: Not available
    1. Report
  3. Question: দেনাদারবৃন্দের নামে হিসাব না খুলে শুধুমাত্র দেনাদার হিসাব শিরোনামে হিসাব খোলা হলে তা-

    A
    সহকারী হিসাব

    B
    ব্যক্তিবাচক হিসাব

    C
    সম্পত্তিবাচক হিসাব

    D
    নিয়ন্ত্রণকারী হিসাব

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  4. Question: ভ্যাট চলতি হিসাব (ডেবিট) হল-

    A
    চলতি সম্পদ

    B
    চলতি দায়

    C
    স্থায়ী সম্পদ

    D
    বিলম্বিত খরচ

    E
    ক + গ

    Note: Not available
    1. Report
  5. Question: ডুবন্ত বা নিমজ্জিত তহবিল-

    A
    সম্পত্তি বাচক হিসাব

    B
    ব্যক্তিবাচক হিসাব

    C
    মালিকানা

    D
    ক + খ

    E
    মালিকানা স্বত্ত্ব হিসাব

    Note: Not available
    1. Report
  6. Question: মুলধন সঞ্চিতি ও দেনাদার বাট্টা সঞ্চিতি হিসাব মূলত-

    A
    ব্যীক্তবাচক হিসাব

    B
    সম্পত্তিবাচক হিসাব

    C
    দায়বাচক হিসাব

    D
    ক + খ

    E
    মালিকানা স্বত্ত্ব হিসাব

    Note: Not available
    1. Report
  7. Question: প্রারম্ভিক মজুদ সম্পত্তি বাচক হিসাবের আওতাভুক্ত হলে, সমাপনী মজুদ-

    A
    মূলধন বাচক হিসাবে আওতাভূক্ত

    B
    সম্পত্তিবাচক হিসাবের আওতাভুক্ত

    C
    ব্যক্তিবাচক হিসাবের আওতাভুক্ত

    D
    সঞ্চিতি বাচক হিসাবের আওতাভুক্ত

    E
    অস্পর্শনীয় সম্পদের আওতাভুক্ত

    Note: Not available
    1. Report
  8. Question: উত্তোলনের সুদ মালিক-

    A
    নগদে প্রদান করে

    B
    মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি করে

    C
    ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে

    D
    মালিককে বিলের মাধ্যমে পরিশোধ করে

    E
    ক + গ

    Note: Not available
    1. Report
  9. Question: মূলধনের সুদ-

    A
    মালিককে নগদ প্রদান করে

    B
    মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি করে

    C
    ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে

    D
    মালিককে বিলের মাধ্যমে পরিশোধ করে

    E
    ক + গ

    Note: Not available
    1. Report
  10. Question: হিসাবের “T" ছকে মোট কয়টি ঘর থাকে?

    A
    ২টি

    B
    ৩টি

    C
    ৪টি

    D
    ৮টি

    E
    ৭টি

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd