হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: প্রাপ্য বিল হিসাবে ডেবিট ২৫,০০০ টাকা, ক্রেডিট ৩০,০০০ টাকা, সমাপন িজের, ১৫,০০০ টাকা। প্রারম্ভিক জের কত?

    A
    ৫,০০০ টাকা

    B
    ১৫,০০০ টাক

    C
    ১,০০০ টাকা

    D
    ২০,০০০ টাকা

    E
    কোনটিই নয়

    Note: প্রাপ্য বিল হিসাবের প্রারম্ভিক জের বা উদ্ধৃত্ত = ক্রেডিট উদ্বৃত্ত + সমাপনী জের - ডেবিট উদ্বৃত্ত = (৩০,০০০+১৫,০০০-২৫,০০০) = ২০,০০০ টাকা
    1. Report
  2. Question: বিল ইস্যুর ফলাফল কোনটি?

    A
    দায় এবং সম্পত্তি বৃদ্ধি

    B
    দায় এবং সম্পত্তি হ্রাস

    C
    একটি দায় বৃদ্ধি এবং আরেকটি দায় হ্রাস

    D
    একটি সম্পত্তি হ্রাস এবং আরেকটি সম্পত্তি বৃদ্ধি

    E
    কোনটিই নয়

    Note: বিল ইস্যু করলে একদিকে পাওনাদার নামক দায় হ্রাস পায় এবং অন্যদিকে প্রদেয় বিল নামক দায় বৃদ্ধি পায়।
    1. Report
  3. Question: বিলের অসম্মানজনিত নোটিং চার্জ এর জন্য আদেষ্টার হিসাব বইতে জাবেদা হবে-

    A
    নোটিং চার্জ হিসাব ডে: নগদান হিসাব ক্রে:

    B
    নগদান চার্জ হিসাব ডে: নোটিং হিসাব ক্রে:

    C
    অদিষ্ট হিসাব ডে: নগদান হিসাব ক্রে:

    D
    নোটিং চার্জ হিসাব ডে: নগদান হিসাব ক্রে:

    E
    নোটিং চার্জ হিসাব ডে: অদিষ্ট হিসাব ক্রে:

    Note: বিলের অসম্মানজনিত নোটিং চার্জ এর জন্য আদেষ্টার আদিষ্টকে ডেবিট করবে। অন্যদিকে নগদ টাকা হ্রাস পায় বলে নগদান হিসাব ক্রেডিট হবে।
    1. Report
  4. Question: সাধারণতঃ কোনটি প্রাপ্য বিল দ্বারা প্রভাবিত হয়-

    A
    বিক্রয়

    B
    দেনাদার

    C
    পাওনাদার

    D
    নগদ

    E
    ক্রয়

    Note: Not available
    1. Report
  5. Question: মি. করিম ৩০,০০০ টাকার একটি প্রাপ্য বিল মি. রহিম এর নিকট থেকে পেয়ে ৪% হারে বাট্টা করেন। বিল দুই মাসে ১৫ দিন মেয়াদী হলে বাট্টা হবে-

    A
    ১৫০ টাকা

    B
    ২৫০ টাকা

    C
    ৩৫০ টাকা

    D
    ১২০০ টাকা

    E
    ২০০ টাকা

    Note: ৩০,০০০ x ৪% = ১২০০ এক বছরের জন্য হয় ১২০০ টাকা সুতারাং ২,১৫ দিনের জন্য হবে= ১২০০x২.৫/১২ = ২৫০
    1. Report
  6. Question: `Bills is call at short notice' এর উদাহরণ কোনটি?

    A
    Bills Receivable

    B
    Bills Payable

    C
    Accommodation Bill

    D
    Trade Bill

    E
    Notes Payble

    Note: সাধারণত Accommodation Bill কে `Bills is call at short notice' বলা হয়।
    1. Report
  7. Question: মি. কামাল ২০১০ সালের ১লা মে তারিখে মি. জামালের নিকট হতে ৪ মাস পরে দেয় ৫০০ টাকার একটি প্রাপ্য বিল পায় সে উক্ত বিলটি ১লা মে তারিখে বার্ষিক ১২% হারে ব্যাংকে বাট্টা করলে বাট্টার পরিমাণ কত?

    A
    ১২ টাকা

    B
    ১৫ টাকা

    C
    ১৮ টাকা

    D
    ২০ টাকা

    E
    ২২ টাকা

    Note: বার্ষিক ১২ হার বাট্টায় ৫০০ টাকার বাট্টার পমিাণ = ৬০ টাকা যেহেতু বিলটির মেয়াদ ৪ মাস সুতরাং ৪ মাসের বাট্টার পমিাণ = ৬০/১২ x ৪ = ২০ টাকা
    1. Report
  8. Question: ‘অনাদায়ী দেনা’ কিভাবে প্রাথমিক বহিতে লিপিবদ্ধ করা হয়?

    A
    কু-ঋণ হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট

    B
    দেনাদার হিসাব ডেবিট কু-ঋণ হিসাব ক্রেডিট

    C
    লাভ-লোকসান হিসাব ডেবিট কু-ঋণ হিসাব ক্রেডিট

    D
    কু-ঋণ হিসাব ডেবিট লাভ-লোকসান হিসাব ক্রেডিট

    E
    কু-ঋণ হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট

    Note: প্রাথমিক বহিতে অনাদায়ী দেনা বা কুঋণ হিসাবভুক্ত করার জন্য নিচের দাখিলটি দিতে হয়। অনাদায়ী দেনা (কু-ঋণ) হিসাব ডেবিট: টু দেনাদার হিসাব ক্রেডিট।
    1. Report
  9. Question: প্রাপ্য হিসাব কিভাবে সৃষ্ট হয়?

    A
    কর্মচারীদের ঋণ প্রদান করা হলে

    B
    বাকীতে বিক্রয় করা হলে

    C
    নগদে বিক্রয় করা হলে

    D
    কোনটিই নয়

    E
    সুদ অর্জিত হওয়ার পরও অপরিশোধিত থাকলে

    Note: বাকীতে বিক্রয়েল ফলে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়।
    1. Report
  10. Question: সুমনের নিকট প্রাপ্য টাকার অবশিষ্ট ৫০% বা ৫০০/- টাকা আদায়যোগ্য নয় বিধায় অবলোপন করা হয়। হিসাবটির নাম কী?

    A
    সন্দেহজনক ঋণ

    B
    অনাদেয় দেনা সঞ্চিতি

    C
    নগদ বাট্টা

    D
    কু-ঋৃণ

    Note: দেনাদার বা প্রাপ্য হিসাবের যে টাকা আর কখনও আদায় করা যাবে না তাকে অনাদায়ী দেনা বা কু-ঋণ বলা হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd