অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
 
  1. Question: নিচর কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি?

    A
    চাঁদা প্রাপ্তি

    B
    সুদ প্রাপ্তি

    C
    ভাড়া প্রাপ্তি

    D
    আজীবন সভার চাঁদা

    Note: Not available
    1. Report
  2. Question: অনুদান অব্যবসায়ী প্রতিষ্ঠানের-

    A
    মূলধন ও জাতীয় প্রাপ্তি

    B
    মূলধন জাতীয় ব্যয়

    C
    মুনাফা জাতীয় ব্যয়

    D
    মুনাফা জাতীয় আয়

    Note: Not available
    1. Report
  3. Question: কখন মাত্রাতিরিক্ত ব্যয় হবে?

    A
    মোট আয় মোট ব্যয়ের চেয়ে বেশি হলে

    B
    মোট ব্যয় মোট আয়ের চেয়ে বেশি হলে

    C
    মোট মুনাফা জাতীয় আয় মোট জাতীয় ব্যয়ের চেয়ে বেশি হলে

    D
    মোট মুনাফা জাতীয় ব্যয় মোট মুনাফা জাতীয় আয়ের চেয়ে বেশি হলে

    Note: Not available
    1. Report
  4. Question: ১৫% হারে ১ বছরের বিনিয়োগের সুদ পাওয়া গেল ৯,০০০ টাকা, এক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ কত?

    A
    ৬০,০০০ টাকা

    B
    ৯০,০০০ টাকা

    C
    ১,২০,০০০ টাকা

    D
    ১,৮০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: বীমা সেলামি দেয়া আছে ৮,০০০ টাকা, ৩ মাসের অগ্রিম দেয়া আছে। আয়-ব্যয় হিসাবে দেখাতে হবে কত টাকা?

    A
    ৬,০০০ টাকা

    B
    ৬,৪০০০ টাকা

    C
    ৭,০০০ টাকা

    D
    ৮,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: চাঁদা প্রাপ্তি ৬৫,০০০ টাকা, চলতি বছরের অনাদায়ী চাঁদা ৫,০০০ টাকা এবং পরবর্তী বছরের চাঁদা বাবদ অগ্রিম প্রাপ্তি ৩,০০০ টাকা হলে চাঁদা বাবদ আয় কত?

    A
    ৫৭,০০০ টাকা

    B
    ৬৩,০০০ টাকা

    C
    ৬৭,০০০ টাকা

    D
    ৭৩,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: চলতি বছরের প্রদত্ত মজুরি ৩০,০০০ টাকা যার মধ্যে বিগত বছরের মজুরি অন্তর্ভুক্ত আছে ২,০০০ টাকা এবং চলতি বছরের বকেয়া মজুরি ৪,০০০ টাকা হলে আয়-ব্যয় হিসাবে মজুরি কত টাকা দেখাতে হবে?

    A
    ২৪,০০০ টাকা

    B
    ২৮,০০০ টাকা

    C
    ৩২,০০০ টাকা

    D
    ৩৬,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: ১২% বিনিয়োগ ৫০,০০০ টাকা, সুদ প্রাপ্তি ৪,০০০ টাকা হলে উদ্ধর্তপত্রে বিনিয়োগের অনাদায়ী সুদ কত টাকা দেখাতে হবে?

    A
    ১,০০০ টাকা

    B
    ২,০০০ টাকা

    C
    ৩,০০০ টাকা

    D
    ৪,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: অব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যয় অতিরিক্ত আয়কে দেখানো হয়-

    A
    লাভ-লোকসান আবন্টন হিসাবে

    B
    ক্রয় বিক্রয় হিসাবে

    C
    লাভ-লোকসান হিসাবে

    D
    উদ্ধর্তপত্রের

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  10. Question: অব্যবসায়ী প্রতিষ্ঠানে আয়-ব্যয় এর উদ্ধৃত্ত নির্ণয়ের জন্য প্রস্তুত করা হয়-

    A
    আয়-ব্যয় হিসাব

    B
    লোভ-লোকসান হিসাব

    C
    আয়-ব্যয় বিবরণী

    D
    প্রাপ্তি প্রদান হিসাব

    E
    লাভ-লোকসান আবণ্ট হিসাব

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd