Question: একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানে নিচের কোন হিসাবটি রাখেন না?
A
B
C
D
আয়-ব্যয় হিসাব
B
প্রাপ্তি ও পরিশোধ হিসাব
C
লাভ-লোকসান বন্টন হিসাব
D
মূলধন তহবিল হিসাব
Note: একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় শেষে আয়-ব্যয়ের উদ্ধৃত্ত বা ঘাটতি নির্ণয়ের জন্য (ক) আয়-ব্যয় হিসাব সংরক্ষণ করে থাকে। যাবতীয় নগদ প্রাপ্তি ও পরিশোধের জন্য (খ) প্রাপ্তি ও পরিশোধ বা প্রদান হিসাব রাখে। মূলধনের হিসাব সংরক্ষণের জন্য (ঘ) মূলধন হিসাব সংরক্ষণ করেন। অব্যবসায়ী প্রতিষ্ঠানে আয় অতিরিক্ত ব্যয় বা অতিরিক্ত আয় নির্ণয় করা হয়। কিন্তু লাভ বা ক্ষতি নির্ণয় করা হয় না। ফলে তা বন্টনের প্রশ্ন আসে না। সুতরাং (গ) লাভ-লোকসান আবণ্টন হিসাব সংরক্ষণ করা হয় না।