অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
 
  1. Question: একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানে নিচের কোন হিসাবটি রাখেন না?

    A
    আয়-ব্যয় হিসাব

    B
    প্রাপ্তি ও পরিশোধ হিসাব

    C
    লাভ-লোকসান বন্টন হিসাব

    D
    মূলধন তহবিল হিসাব

    Note: একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় শেষে আয়-ব্যয়ের উদ্ধৃত্ত বা ঘাটতি নির্ণয়ের জন্য (ক) আয়-ব্যয় হিসাব সংরক্ষণ করে থাকে। যাবতীয় নগদ প্রাপ্তি ও পরিশোধের জন্য (খ) প্রাপ্তি ও পরিশোধ বা প্রদান হিসাব রাখে। মূলধনের হিসাব সংরক্ষণের জন্য (ঘ) মূলধন হিসাব সংরক্ষণ করেন। অব্যবসায়ী প্রতিষ্ঠানে আয় অতিরিক্ত ব্যয় বা অতিরিক্ত আয় নির্ণয় করা হয়। কিন্তু লাভ বা ক্ষতি নির্ণয় করা হয় না। ফলে তা বন্টনের প্রশ্ন আসে না। সুতরাং (গ) লাভ-লোকসান আবণ্টন হিসাব সংরক্ষণ করা হয় না।
    1. Report
  2. Question: ইউলকৃত ধনদৌলতের কিছু অংশ ত্রাণ-তহবিল ও বন্যা-তহবিলে স্থানান্তর করলে-

    A
    শুধু দায় পাশে বসবে

    B
    শুধু আয়-ব্যয় হিসাবে বসবে

    C
    শুধু সম্পদ পার্শে বসবে

    D
    উক্ত অংশ আয় পাশে বসবে

    E
    শুধু সম্পদ পাশে বসবে

    Note: অব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি মূলধন জাতীয় আয় হলো উইলকৃত ধন-দৌলত, যা কোন মহৎ ব্যক্তি কর্তৃক প্রদত্ত। আর ইহার কোন অংশ বন্যা তহবিল বা ত্রাণ তহবিলে স্থানান্তর করলে তা উদ্ধর্তপত্রের দায় পাশে দেখানো হয়।
    1. Report
  3. Question: অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রারম্ভিক দায়ে নিচের কোনটি অন্তর্ভুক্ত হবে না-

    A
    বিগত বছরের বকেয়া আয়

    B
    বিগত বছরের বকেয়া খরচ

    C
    বিগত বছরের অগ্রিম আয়

    D
    চলতি বছরের প্রথম তারিখের দায়

    Note: আয়ের বকেয়া থাকলে তাকে চলতি সম্পত্তি হিসেবে গণ্য করা হয়। সুতরাং অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রারিম্ভক দায়ে বিগত বছরের বকেয়া আয় অন্তর্ভুক্ত হবে না।
    1. Report
  4. Question: ২০০৩ সালের অনাদায়ী চাঁদা ২,০০০ টাকা এবং অগ্রিম চাঁদা ছিল ৮০০ টাকা, ২০০৪ সালের চাঁদা বাবদ ৯,৬০০ টাকা পাওয়া গেল, যাহার মধ্যে অগ্রিম চাঁদা রয়েছে ১,০০ টাকা। ২০০৪ সালের অনাদায়ী চাঁদা ২,৫০০ টাকা হলে, ২০০৪ সালে আয়-ব্যয় হিসাবে চাঁদার পরিমাণ কত দেখাতে হবে?

    A
    ৬,৮০০ টাকা

    B
    ৯,৫০০ টাকা

    C
    ৯,৯০০ টাকা

    D
    ৯,৪০০ টাকা

    Note: ২০০৪ সালের চাঁদা আয়=চলতি বছরের চাঁদা প্রাপ্তি+ বিগত বছরের অগ্রিম প্রাপ্ত চলতি বছরের চাঁদা+চলতি বছরের বকেয়া-বিগত বছরের অনাদাীয় চাঁদা-চলতি বছরের অগ্রিম =৯৬০০+৮০০+২০০০+১০০০=৯৯০০ টাকা।
    1. Report
  5. Question: চাঁদা প্রাপ্তি ৮,৪০০ টাকা, বিগত বছরের বকেয়া চাঁদা ৪০০ টাকা, পরবর্তী বছরের চাঁদা প্রাপ্তি ৬০০ টাকা এবং চলতি বছরের চাঁদা বাবদ আয় ৭,৭০০ টাকা, চাঁদা বাবদ চলতি বছরের বকেয়া পরিমান কত?

    A
    ৩০০ টাকা

    B
    ৯০০ টাকা

    C
    ৫০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: এখান, চলতি বছরের বকেয়া চাঁদার পরিমাণ=চলতি বছরের চাঁদা বাবদ আয়+বিগত বছরের বকেয়া+পরবর্তী বছরের অগ্রীম চাঁদা-চাঁদা প্রাপ্তি =৭,৭০০+৪০০+৬০০-৮৪০০=৩০০ টাকা।
    1. Report
  6. Question: মোট চাঁদা প্রাপ্তি ৫০,০০০ টাকা এবং চলতি বৎসরের ৫০০০ টাকা, আগামী বৎসরের ৭৫০০ টাকা এবং চলতি বৎসরের অনাদায়ী চাঁদা ৯০০০ টাকা হলে আয় ব্যয় হিসেবে চলতি বৎসরের চাঁদা খাতে কত টাকা ক্রেডিট হবে

    A
    ৪৬,৫০০ টাকা

    B
    ৭১,৫০০ টাকা

    C
    ৫০,০০০ টাকা

    D
    ৫৩,৫০০ টাকা

    Note: চলতি বছরের আয় ব্যয় হিসাবে ক্রেডিট পরিমাণ হবে= চাঁদা প্রাপ্তি+চলতি বছরের অনাদায়ী-বিগত বছরের-আগামী বছরের =৫০,০০০+৯,০০০-৫,০০০-৭,৫০০=৪৬,৫০০ টাকা।
    1. Report
  7. Question: মোট চাঁদা প্রাপ্তি ৫০,০০০ টাকা। তার মধ্যে বিগত বৎসরের ৫০০০ টাকা, আগামী বৎসরের ৭৫০০ টাকা এবং চলতি বৎসরের অনাদায়ী চাঁদা ৯০০ টাকা হলে আয় ব্যয় হিসেবে চলতি বৎসরে চাঁদা খাতে কত টাকা ক্রেডিট করা হবে

    A
    ৪৬,৫০০ টাকা

    B
    ৭১,৫০০ টাকা

    C
    ৫০,০০০ টাকা

    D
    ৫৩,৫০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: চলতি বছরে মোট প্রাপ্ত চাঁদা ৫৫,৫০০ টাকা। এর মধ্যে ৫,৫০০ টাকা বিগত বছরের। ক্লাবের মোট সদস্য সংখ্যা ৬০ জন এবং বার্ষিক চাঁদার হার ১,০০০ টাকা হলে, মোট অনাদায়ী চাঁদা কত?

    A
    ৪,০০০ টাকা

    B
    ১০,০০০ টাকা

    C
    ৪,৫০০ টাকা

    D
    ৬,০০০ টাকা

    Note: এখানে, অনাদায়ী চাঁদা =বার্ষিক চাঁদা আয়+বিগত বছরের চাঁদা-মোট চাঁদা প্রাপ্তি =(৬০x ১০০০)-৫৫,৫০০=১০,০০০ টাকা।
    1. Report
  9. Question: মূলধন তহবিল নির্ণয়ে কোনটি বিবেচিত হয় না?

    A
    অগ্রিম ভাড়া

    B
    চাঁদা আয়

    C
    বকেয়া বেতন

    D
    অনাদায়ী চাঁদা

    Note: চাঁদা আয় আয়-ব্যয় হিসাবের দফা। এটি মূলধন তহবিলে নির্ণয়ে বিবেচিত হয় না।
    1. Report
  10. Question: আয়-ব্যয় হিসাবে সমাপনি উদ্ধৃত্তকে কি বলা হয়?

    A
    ব্যয়ভিত্তিক ব্যয়

    B
    নীট লাভ

    C
    নীট ক্ষতি

    D
    ব্যায়াতিরিক্ত আয় অথবা আয়াতিরিক্ত ব্যয়

    Note: আয়-ব্যয় হিসাব প্রস্তুত করা হয় অব্যবসায়ী প্রতিষ্ঠানের চুড়ান্ত হিসাব প্রস্তুতের সময়। এই মাসের সমাপনী জের হিসেবে আয় অতিরিক্ত ব্যয় বা ব্যয় অতিরিক্ত আয় পাওয়া যায়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd